চরভদ্রাসনে নৌ পথে সিবোর্ড ও ট্রলারের সংঘর্ষ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে মৈনটঘাটে যাওয়ার সময় প্রায় ৯ টার দিকে পদ্মা নদীতে সিবোর্ড ও একটি গরু বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৯/১০ জন যাত্রী আহত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।
আজ বিকালে আহত সিবোর্ডের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মোরাদ মৃধা জানান, আমরা আনুমানিক ২০ জন যাত্রী সকালে গোপালপুর ঘাট থেকে মৈনটঘাটে যাওয়ার জন্য সিবোর্ডে উঠি।
কিছুদুর যাওয়ার পর চালক সিবোর্ডে ঢেউয়ের পানি উঠার ভয়ে পলেথিন দিয়ে আমাদের সহ সিবোর্ডটি সম্পুর্ন ঢেকে দেন। এতে আমরা সবাই সিবোর্ডর মধ্যে ঢাকা পড়ি এবং এসময় আমরা সিবোর্ডের বাইরের কোন কিছু দেখতে পারিনাই।
কিছুক্ষন পর পতিমধ্যে উজান থেকে একটি গরু বোঝাই ট্রলারের সাথে আমাদের সিবোর্ডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিবোর্ডে থাকা আমি সহ প্রায় ৯/১০ জন যাত্রী বিভিন্ন ভাবে আহত হই।
রবিবার ঘাট ইজারাদারের ক্যাশিয়ার রিপনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি আরো জানান, আমি আজ ঘাটে কিছু সময় ছিলাম, আবার কিছু সময় ছিলান না। তবে আজ ঘাটে কোন সিবোর্ড ও গরু বোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়েছে কিনা এ বিষয়টি ভালোভাবে জানিনা বলে তিনি জানান।
ঘটনার সময় সিবোর্ডের সংঘর্ষে গরু বোঝাই টলারটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শী মোরাদ মৃধা জানান।
পরে, আহতদের স্থানীয়রা উদ্ধার করার পর চিকিৎসার জন্য তাদেরকে জয়পাড়াসহ আশেপাশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।