Breaking News

চরভদ্রাসনে যে কোন সময় রাস্তা বিলীন হয়ে যেতে পারে

নাজমুল হাসান নিরব,ফরিদপুর(চরভদ্রাসন) প্রতিনিধি:-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মার তীরর্বতী একটি অঞ্চল।যার দুইটি ইউনিয়ন আনেক আগেই ভেঙে গেছে পদ্মার গ্রাসে। বাকি দুটি ইউনিয়ন হল চরভদ্রাসন ইউনিয়ন ও গাজিরটেক ইউনিয়ন।কিন্তু বর্তমান অবস্থায় ভয়ানক হুমকির মুখে রয়েছে চরভদ্রাসন ইউনিয়ন তথা পুরো উপজেলা।উপজেলার এমপি ডাংগী গ্রামের মেইন সড়ক ঘেষে পদ্মা নদী দ্রুত গতিতে ভেঙে চলেছে।সড়ক থেকে মাত্র ১২ গজ দুরুত্বে রয়েছে পদ্মা নদী।যে কোন সময় বীলিন হয়ে যাবে অর্ধশত বছরের পাকা সড়কটি।ইতি মধ্যে নদী প্রান্তের লোকজন তাদেড় বসত বাড়ি সরিয়ে ফেলেছে।এখন প্রতি মূহুত্বে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন অপর প্রান্তের গ্রামবাসী।স্থানীয় গ্রামের বাসিন্দা হীরা বেগম জানায়,“গত বছর ও ভাঙন রোধের অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোন রোধ হয়নি তারপর থেকে বিভিন্ন সময় এমপি,মন্ত্রী,নেতাকর্মী ও ডিসি আসছে কিন্তু কেউ কোন সমাধান বা প্রতিরোধের ব্যাবস্থা নেয়নি।শুধু কথাই দিয়ে যায় কিন্তু কোন কাজ হয়না”।ভাঙন কবলিত ওয়ছেল শিকদার জানান “যেভাবে গত এক সপ্তাহ যাবৎ ভাঙতেছে তাতে ”।
এ ব্যাপারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান জানান,“ঢাকা ও ফরিদপুর থেকে পাওবো’র বিভিন্ন কর্মকর্তাগন দফায় দফায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন।তারা এটা নিয়ে ঢাকায় দ্রুত আলোচনা করবেন।তবে খুব দ্রুত ’জিও’ ব্যাগ দিয়ে ভাঙন কবলিত স্থানে বাধ দেওয়া হবে সেটা দু একদিনের মধ্যে হতে পরে।তিনি আরো জানান ৩৩৭ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মানের একটি প্রকল্প এ সপ্তাহে পরিকল্পনা মন্ত্রীর নিকট পেশ করা হবে।তিনি অনুমোদন দিলে খুব দ্রুত কাজ শুরু হবে”।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা র্নিবাহী অফিসার কারুন নাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“পাউবো’র কর্মকর্তরা দফায় দফায় পরিদর্শন করেছে তবে কিভাবে প্রতিরোধ হবে এবং কবে থেকে হবে তা তারাই বলতে পারবে।এ ব্যাপারে তাদের সাথে কথা বলেন।